রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তে ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ৫৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর অংশে জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে জেলে বলরাম হালদার মাছটি বিক্রি করতে রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে জেলে বলরাম হালদার ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে দুই হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছটি কিনে নিই।
পরে মোবাইলে যোগাযোগ করে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় কুমারখালী হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করি। মাছটি বিক্রি করে আমার ভালোই লাভ হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি কম। বিভিন্ন জায়গায় চর পড়ে মাছের আবাসস্থল কমে গেছে। পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।
টিএইচ